২২শে জুন, ২০২৫ 🔻 ৮ই আষাঢ়, ১৪৩২🔻 ২৫শে জিলহজ, ১৪৪৬

অনলাইন ক্রয়ে ব্র্যাক ব্যাংকের কার্ডে ২০ শতাংশ পর্যন্ত ছাড়

শেয়ার করুন:

জ্যেষ্ঠ
প্রতিবেদক:
অনলাইনে কেনাকাটায় ব্র্যাক ব্যাংক কার্ডহোল্ডারদের বিভিন্ন ধরনের সুবিধা
এবং ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।
বুধবার
(২২ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, সীমিত সময়ের জন্য ব্র্যাক ব্যাংকের সব ডেবিট এবং ক্রেডিট কার্ডহোল্ডাররা বেশ
কয়েকটি লাইফস্টাইল শপ থেকে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। একজন কার্ডহোল্ডার সেবা-ডট-এক্সওয়াইজেড
থেকে ১০ শতাংশ, প্রতি লেনদেনে সর্বোচ্চ এক হাজার টাকা ছাড় উপভোগ করতে পারবেন। অফারটি
৩১ অক্টোবর পর্যন্ত চালু থাকবে।
এছাড়া
দেশের অন্যতম শীর্ষস্থানীয় ট্র্যাভেল এজেন্সি ও ট্যুর অপারেটর শেয়ারট্রিপ-এ কার্ডহোল্ডাররা
পাবেন ৬ আগস্ট পর্যন্ত সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত ছাড়।
জিপিএস
ট্র্যাকিং এবং ফ্লিট পরিচালনা সেবাদানকারী প্রতিষ্ঠান ইজিট্র্যাক্স ব্র্যাক ব্যাংকের
কার্ডহোল্ডারদের জন্য দিচ্ছে ২০ শতাংশ ছাড়। 
যা ৪ সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে।
এক্সপার্ট
শপ-ডট-এক্সওয়াইজেড ১০ শতাংশ ও বিউটি কনটেন্ট এবং ই-কমার্স প্ল্যাটফর্ম সাজগোজে ১৫ শতাংশ
ছাড় পাবেন ব্র্যাক ব্যাংকের কার্ডহোল্ডাররা। এ অফার ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
এছাড়া
ব্র্যাক ব্যাংকের কার্ডহোল্ডাররা ৩১ ডিসেম্বর পর্যন্ত নিওফারমার্স, অটোম্যান এবং দ্য
মল বিডি থেকে সর্বোচ্চ ১০ শতাংশ ছাড় পেতে পারেন।
এর
আগে ব্র্যাক ব্যাংক তার ভিসা ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য অনলাইন ফুটওয়্যার এবং অনলাইন
ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে ছাড়ের অফার দেয়।