ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। একইসঙ্গে আগামীকাল (রবিবার) দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২১ জুন) দুপুরে কলেজ সভাপতি ও অধ্যক্ষ ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক ভবন ও হোস্টেলগুলোর অবকাঠামোগত দুরবস্থা নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছিলেন। এ বিষয়ে শনিবার একাডেমিক কাউন্সিলে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় এবং কাউন্সিল শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা স্বীকার করে নেয়।
তবে, দৃশ্যমান অগ্রগতির জন্য নির্দিষ্ট সময়সীমা চেয়ে শিক্ষার্থীদের যে অনড় অবস্থান, তাতে একাডেমিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। বিশেষ করে ডা. ফজলে রাব্বি হলের পরিত্যক্ত চতুর্থ তলা খালি না করার বিষয়টিকে শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘নতুন ব্যাচ (কে-৮২) কর্তৃক ওরিয়েন্টেশন বয়কট ঢাকা মেডিকেল কলেজের ইতিহাসে একটি “কালো অধ্যায়” হিসেবে বিবেচিত হচ্ছে। এতে একাডেমিক পরিবেশে অচলাবস্থা তৈরি হয়েছে এবং অন্যান্য মেডিকেল কলেজের তুলনায় ঢামেক শিক্ষার্থীরা উচ্চ একাডেমিক চাপে ভুগছে।
এই প্রেক্ষাপটে, বাংলাদেশ মেডিকেল ছাত্রদের জন্য গুরুত্বপূর্ণ “আক্রেডিটেশন কাউন্সিল ভিজিট” অন্য মেডিকেল কলেজে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে, পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।