পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নে সরকারি সড়কের পাশে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে মাটি ব্যবসায়ী আশরাফুল ইসলামকে ২ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (তারিখ অনুযায়ী) সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্বরপ এলাকার একটি সরকারি সড়কের পাশের জমিতে দীর্ঘদিন ধরে মাটি খনন করে বিক্রি করছিলেন স্থানীয় অসাধু চক্র। এ কাজে ব্যবহৃত হচ্ছিল দুটি ইস্কেভেটর ও বেশ কয়েকটি ট্রাক। ওই দিন সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে মাটি পরিবহনকারী একটি ট্রাকের মুখোমুখি দেখা হলে, চালক জানান, মাধপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে আশরাফুল ইসলাম-এর পক্ষে তিনি মাটি পরিবহন করছেন।
পরবর্তীতে চালককে নিয়ে ঘটনাস্থলে গেলে দেখা যায়, ৮-১০টি গাড়িতে মাটি তোলা হচ্ছে এবং সড়কের একেবারে সন্নিকটে পুকুর খনন করে মাটি বিক্রি চালিয়ে যাচ্ছেন আশরাফুল।
“সরকারি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় আশরাফুল ইসলামকে ২ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে ২ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়,” বলেন ইউএনও রিজু তামান্না।
তিনি আরও জানান, “আমি পূর্বেও দুইবার ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। এবার হাতে-নাতে ধরার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী, কোনো সড়কের ১ কিলোমিটারের মধ্যে পুকুর খনন সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ এই কাজটি করা হচ্ছিল সরকারি সড়কের একেবারে পাশে, যা সড়ক নিরাপত্তার জন্য হুমকি।”
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ, কৃষিজমি ও অবকাঠামো রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সরকারি সড়ক বা জমির ক্ষতি করে কেউ মাটি বিক্রির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।