২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

আওয়ামীলী যুবলীগের সাঁথিয়া-বেড়া’র নেতা-কর্মীরা এ্যাড, আশিফ শামস্ রঞ্জনকে ফুলের তোড়ায দিয়ে বরণ করেন

শেয়ার করুন:

 
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড, শামসুল হক টুকু এমপি’র ছেলে এ্যাড, আশিফ শামস্ রঞ্জন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সদস্য মনোনিত করায়  সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে কাজিরহাট থেকে সাঁথিয়ায় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান উকিল ফুলের তোরা দিয়ে বরণ করেন। পরে কাশিনাথপুর ও সিএন্ডবি বাসষ্ট্যান্ডে  সাঁথিয়া ও বেড়া’র  বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ,মৎস্য জীবীলীগও ছাত্রলীগের নেতা-কর্মীরা ফুলের তোরা দিয়ে এ্যাড, আশিফ শামস্ রঞ্জনকে বরণ করেন।##