২২শে জুন, ২০২৫ 🔻 ৮ই আষাঢ়, ১৪৩২🔻 ২৫শে জিলহজ, ১৪৪৬

আজ টুকু এমপি’র ৭৩তম জন্ম দিন

শেয়ার করুন:

ইছামতিনিউজ২৪.কম রিপোর্টঃ আজ ৩১ শে মে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ শামসুল হক টুকু এমপি’র ৭৩তম জন্ম দিন। আজকের এ দিনে (১৯৪৮ সালে) পিতা মাতার ঘর আলো করে জন্ম নিয়েছিলেন পাবনা-১ আসনের সফল  এ এমপি। তিনি সাঁথিয়ার পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন নামী দামি প্রতিষ্ঠানে শিক্ষা জীবন শেষ করেন। শিক্ষা জীবন শেষে করে পাবনায় আইন জীবির পেশায় কর্মজীবন শুরু করেন। তিনি পাবনা জেলা আঃলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন কালে প্রথম জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন। সে নির্বাচনে জামায়াতের আমীর মাঃ মতিউর রহমান নিজামীকে বিপুল ভোটে পরাজিত করেন। 

শামসুল হক টুকু এমপির জন্ম দিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের নেতা কর্মীরা ব্যাপক ভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছে। তার জন্ম দিনে শুভেচ্ছার পাশাপাশি তার দীর্ঘায়ু কামনা করছে ফেসবুক ব্যবহারকারী নেতা কর্মীরা। 

টুকু এমপি’র জন্ম দিনে শুভেচ্ছা ও তার দীর্ঘায়ু কামনা করছেন সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানা, অনলাইন নিউজ পোর্টাল ইছামতিনিউজ টুয়েন্টিফোর. কমের সম্পাদক ও প্রকাশক উজ্জ্বল হোসেন, নির্বাহী সম্পাদক আবুল কাশেম।