১৪ই জুলাই, ২০২৫ 🔻 ৩০শে আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই মহর্‌রম, ১৪৪৭

আজ বেড়া ও ঈশ্বরদী উপনির্বাচন,ভোট দিলেন টুকু এমপি

শেয়ার করুন:

ইছামতিনিউজ২৪.কম রিপোর্ট ও ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার বেড়া ও ঈশ্বরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর)সকাল ৯টা থেকে  ভোটগ্রহণ চলছে।  সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেওয়া হবে। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

অন্য সময় নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা হলেও এ নির্বাচনে তা হয়নি। কেবলমাত্র নির্বাচন সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো ভোটের সময় বন্ধ থাকবে। তবে নির্বাচনী এলাকায় মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, ট্রাক ও অন্যান্য মোটরচালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।
সকাল ৯টার পর থেকেই বেড়া ও ঈশ্বরদী উপনির্বাচনের কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। 
এদিকে স্থানীয় ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কামিটির সভাপতি আলহাজ্ব শামসুল হক টুকু এমপি।
বেড়া উপজেলা পরিষদের নির্বাচনে ৬৮টি কেন্দ্রে ২লক্ষ ৩ হাজার ৮০২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের দলীয় প্রার্থী রেজাউল হক বাবু, বিএনপির প্রার্থী রইজ উদ্দিন ও জাতীয় পার্টির আলী আহাদসহ ৩জন প্রতিদ্ব›িদ্বতা করছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঈশ্বরদী উপজেলার সাত ইউনিয়ন ও পৌরসভা নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮৪টি। মোট ভোটার ২ লাখ ৫৪ হাজার ১৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৮ হাজার ১৪২ জন এবং নারী ভোটার রয়েছে ১ লাখ ২৫ হাজার ৯০৬ জন।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রার্থী। তাঁরা হলেন— আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, বিএনপির আজমল হোসেন সুজন ও জাতীয় পার্টির শাহেন শাহ গাওছেল আজম।  
পাবনা সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কায়ছার মোহাম্মদ বলেন, উপনির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে।