১৪ই জুলাই, ২০২৫ 🔻 ৩০শে আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই মহর্‌রম, ১৪৪৭

আজ সাঁথিয়া প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী

শেয়ার করুন:

অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, দুর্নীতির বিরুদ্ধে লেখনির মাধ্যমে অসহায় বঞ্চিত মানুষের কথা তুলে ধরেন সাহসী সাংবাদিকরা। এলাকার সার্বিক বিষয় তুলে ধরার জন্য ১৯৮১ সালের (২৩ আগষ্ট) আজকের এই দিনে সাঁথিয়া উপজেলার নির্ভীক সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ গোলাম মোর্শেদ, বরকত এ খোদা,হাবিবুর রহমান স্বপন, এম,এ আজিজ, রতন দাস ও মগরেব আলী সম্মিলিতভাবে  সাঁথিয়া প্রেসক্লাব প্রতিষ্ঠাতা করেন। প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম গোলাম মোর্শেদসহ যারা পরলোক গমন করেছেন তাদের আত্মার শান্তি কামনা করি আমিন। তাদের অনুপ্রেরনায় বর্তমান কমিটিতে সভাপতি জয়নুল আবেদীন রানা,সহ-সভাপতি মনসুর আলম খোকন, জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহ-সাধারণ সম্পাদক উজ্জল হোসেন, আশিক ইকবাল রাসেল, কোষাধ্যক্ষ আবু সামা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু ইসহাক, সাহিত্য ও সাংকৃতিক সম্পাদক আরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আব্দুস সাত্তার, কার্যকরী সদস্য মীর নজমুল বারী নাহিদ, আলী আহসান মনজু, আব্দুল মজিদ মোল্লা, আমিনুল ইসলাম জুয়েল, আব্দুল হাই, সাধারণ সদস্য রতন দাস, অধ্যাপক আব্দুদ দাইন, মানিক মিয়া রানা, আলিউল ইসলাম। এদের সকলের মনোবল আর অনুপ্রেরনায় ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব শামসুল হক টুকু এমপির পরামর্শ ও সহযোগিতায় উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, তৎকালীন উপজেলা নিবার্হী অফিসার জাহাঙ্গীর আলম, বর্তমান উপজেলা নিবার্হী অফিসার এসএম জামাল আহমেদ, সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামানিকের দিকনিদের্শনায় সাঁথিয়া প্রেসক্লাবের পূর্ণাঙ্গ যৌবনে পর্দাপন করছে। প্রতিষ্ঠাকাল হতে আজ পর্যন্ত যত সাংবাদিক এই প্রেসক্লাব গঠনে আত্মনিয়োগ করেছেন তাদের সার্বিক শ্রম সাহায্য ও সহযোগিতায় আজ ক্লাবের নব যৌবনে পর্দাপণ। সাঁথিয়া প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যারা আমাদের সার্বিক সহযোগিতা করেছেন তাদেরসহ সকলকে জানাই আন্তরিক অভিনন্দন।

 আবুল কাশেম

সাধারণ সম্পাদক

সাঁথিয়া প্রেসক্লাব,পাবনা।