সাঁথিয়া প্রতিনিধিঃ আজ ২১ আগষ্ট ভয়াবহ গ্রেনেট হামলা দিবস। ২০০৪ সালে আজকের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োমীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সন্ত্রাসবিরোধী শান্তিপূর্ণ সমাবেশের উপর গ্রেনেট হামলা চালানো হয়। এই বর্বরতি গ্রেনেট প্রধান টাগ্রেট ছিলেন আজকের প্রধান মন্ত্রী ও তৎকালীন বিরোধী দলের নেতা আওয়ামীলীগের সভাপতি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। এতে মহিলা আওয়ামীলীগের সভাপতি আইভি রহমানসহ ২৪জন নিহত হয়। জননেত্রী শেখ হাসিনাসহ প্রায় ৫ শতাধিক লোক আহত হয়। সাড়া দেশের বিভিন্ন স্থানে বোমা হামলাএবং তৎকালীন বিএনপি- জামায়াত জোট সরকারেরনিযাতন-নিপিড়নের প্রতিবাদে ওইাদন বিকেলে এই সন্ত্রাসবিরোধী সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামীলীগ। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশে খোলা ট্রাকের উপর স্থাপিত উম্মক্ত মঞ্চে বক্তব্য করেন তৎকালীন বিরোধী দলের নেতা আওয়ামীলীগের সভাপতি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। বক্তব্য শেষে বিকেল ৫টা ২২মিনিটে শেখ হাসিনা সন্ত্রাসবিরোধী শোভাযাত্রার উদ্বোধন করেন ঠিক সেই মুহুর্তে ই অতর্কিত গ্রেনেট বিস্ফোরনের প্রচন্ড শব্দে প্রকম্পিত হয়ে উঠে গোটা বঙ্গবন্ধু এভিনিউ,গুলিস্থান, পুরানা পল্টনসহ আশপাশ এলাকা। চারিদিক থেকে সভাস্থলে গ্রেনেট এসে পড়তে থাকে। মুহুতের মধ্যে সভাস্থল রক্তাক্ত হয়ে পড়ে,বঙ্গবন্ধু এভিনিউ পরিনত হয় মৃত্যুর জনপদে।শত শত মানুষের আত্মচিৎকার,ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা ছিন্-ভিন্ন দেহ, রক্ত আর বারুদে পোড়া গন্ধে পুরো এলাকাজুরে বিভৎস পারাস্থতির সৃষ্টি হয় । এসময় দায়িত্ব পালনরত পুলিশ আহতদের সাহায্য করার পরিবর্তে ভীর্ত-সমÍ্রস্ত এবং আহত মানুষের উপর বেপরোয়া লাঠিচাজ ও টিয়ার সেল নিক্ষেপ করে। শেখ হাসিনা সেই গ্রেনেট হামলা থেকে প্রাণে বেচে গেলেও প্রায়ত রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের সহধমীনি আইভিসহ ২৪জন প্রাণ হারান। দিবসটি পালনের জন্য সাঁথিয়া মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা যুবলীগ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছেন।