১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

আটঘরিয়ার দেবোত্তর-খিদিরপুর-পারখিদিপুর সড়কের বেহালদশা

শেয়ার করুন:

আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি ঃ পাবনার আটঘরিযা উপজেলার দেবোত্তর-খিদিরপুর-পারখিদিপুর সড়কের বেহাল দশা। চলাচলে চরম ভোগান্তিুতে পড়েছে পথচারিরা। ঘটছে অহরহ দূর্ঘটনা। দেবোত্তর খিদিরপুর সড়কের রাধাকান্তপুর আব্দুস সাত্তার মাস্টারের পুরাতন বাড়ীর সামনের সড়কের বেহাল দশায় পরিণত হয়েছে। কোনো মালবাহী যানবাহন এই সড়ক দিয়ে যাতায়াত করতে পারছে না।

ফলে তাদের অনেক পথ ঘুরে যেতে হচ্ছে। সড়কের মাঝে মধ্যে খানাখন্দে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়ক দিয়ে উপজেলা বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করেন। তবে এলাকাবাসী বলছে মাছের গড়ী বেশি চরাচলের কারনে সড়কের এমন দশায় পরিণত হয়েছে। প্রশাসন প্রতিনিয়তই এই সড়ক দিয়ে যাতাযাত করলেও তারা দেখেও তারা না দেখার ভান করছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, এই সড়কের সাত্তার মাস্টারের বাড়ীল সামনে, নাগদহ তারা মসজিদের পাশে ব্রীজ সংলগ্ন, সড়াবাড়িয়া গোরস্থানের সামনে, বেরুয়ান মৃত সাদেক আলী বিশ^াস এর বাড়ীর সামনে মসজিদ সংলগ্ন এবং পারখিদিরপুর থেকে ভায়া হয়ে কুমারগাড়ী, দররেবশপুর বাজার পর্যন্ত সকড়ের খানখন্দে পরিনত হয়েছে। চলাচলের চরম দূভোর্গ পোহাতে হচ্ছে পথচারিদের।

সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়, বেরুয়ান বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় খিদিরপুর, খিদিরপুর ডিগ্রী কলেজ, পারখিদিরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যাতায়াতের চরম কষ্ট পোহাতে হবে।
সিএনজি, অটোরিকসা, অটোভ্যান অটোবাইকসহ বিভিন্ন যানবাহন একেবারেই চলাচল করছে জীবনের ঝুকি নিয়ে। এলাকাবাসীর ও পথচারিদের দাবী এই সড়কটি যেনো দ্রæত সংস্কার করা দরকার বলে মনে করছেন সচেতন মহল।
অটোচালক শাফাজ আলী, সিরাজুল ইসলাম, রফিক উদ্দিন জানান, এই সড়কটি দীর্ঘ দিন ছোট বড় গর্তে পরিণত হয়েছে। একটু বৃষ্টি হলে এই সড়কের গর্ত গুলো পানি জমে আরও বড় গর্তে পরিণত হয়। সাত্তার মাস্টারের বাড়ীর সামনে আগে পুরাতন গর্ত ছিল। যার কারনে ভারি যানবাহন যাওয়ার কারনে এখানে রাস্তার মাটি দেবে গেছে। ভারি যানবাহন নিয়ে ও যাত্রী নিয়ে পার হওয়া কঠিন হয়ে পড়েছে। এখানেই প্রতিনিয়তই ঘটছে এ্যাকসিডেন্ট। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষে সুদৃষ্টি কামনা করেছেন তারা।

অটোভ্যান চালক আশরাফুল ইসলাম জানান, জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে আমাদের। কখনো রাস্তার ওপর আবার কখনো রাস্তার পাশে ডোবার মধ্যে যাত্রী নিয়ে উল্টে পড়ে গুরুতর আহত হতে হচ্ছে। আমাদের সকলের দাবী এই সড়কটি যেন দ্রæত সংস্কার করা জোরদাবী জানাচ্ছি।
ট্রাক চালক মজিবুর রহমান জানান, এখানে এই রাস্তার অবস্থান বহু পুরাতন। গলদমাটির উপর রাস্তা হওয়ার কারনে রাস্তাটি ভেঙ্গে দেবে গেছে। মালবাহী ট্রাক নিয়ে চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে। যে কোন মুহুর্তে বড় দূর্ঘটনার সম্মুখিন হতে হচ্ছে। রাস্তাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষে দেখভাল করা দরকার বলে মনে করছেন তিনি।