২২শে জুন, ২০২৫ 🔻 ৮ই আষাঢ়, ১৪৩২🔻 ২৫শে জিলহজ, ১৪৪৬

আটঘরিয়ার পল্লী সঞ্চয় ব্যাংক শাখার পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার বিতরণ

শেয়ার করুন:

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা)ঃ পল্লী সঞ্চয় ব্যাংক আটঘরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার (২৯ আগষ্ট) সকালে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল হাসানের নিকট এই অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।

পল্লী সঞ্চয় ব্যাংক আটঘরিয়া উপজেলা শাখার আয়োজনে এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নিবার্হী অফিসার মাকসুদা আক্তার মাসু, আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, পরিসংখ্যানবিদ মোঃ মজিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক উপজেলা শাখার ব্যবস্থাপক মোঃ উজজল হোসেন, জুনিয়র অফিসার মোঃ আনিসুর রহমান, জুনিয়র অফিসার সাইদুল ইসলাম, বেলদহ সমিতির সভাপতি মাহফুজ আলী, গোড়রী সমিতির সভাপতি মোক্তার হোসেন, সুজাপুর সমিতির ম্যানেজার আব্দুল মতিন প্রমূখ।