১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

আটঘরিয়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক খান আর নেই

শেয়ার করুন:

 

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি ঃপাবনার আটঘরিয়া উপজেলার শ্রীকান্তপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বার্ধক্যজনিত কারণে বুধবার দিনগত রাত ১টা  ১০মিনিটের সময় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না——রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৫) বছর। তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়- স্বজন রেখে গেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় বাদ জোহর জানাজা নামাজ শেষে রামনগন কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।  

এসময় গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক। মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ এলাকার সর্বস্তরের মানুষ উক্ত জানাজা নামাজে অংশ গ্রহন করেন।