১৪ই জুলাই, ২০২৫ 🔻 ৩০শে আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই মহর্‌রম, ১৪৪৭

আটঘরিয়ায় কর্ম বিরতি ও প্রযুক্তি সপ্তাহ মেলা অনুষ্ঠিত

শেয়ার করুন:

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি ঃ কেন্দ্রী দাবি বাস্তবায়ন পরিষদের আহবায়নে সারাদেশ ব্যাপি বেতন স্কেল আপগ্রেডেশন, নিয়োগবিধি পরিবর্তন ও টেকনিক্যাল পদমর্যাদা আদায়ের লক্ষ্যে এবং ১৯৯৮ সালে মাননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য পরির্দশক, সহকারি স্বাস্থ্য পরির্দশক ও স্বাস্থ্য সহকারিদের ২৬ নভেম্বর হইতে হাম রুবেলা কাম্পেইন ও ইপিআই সহ যাবতীয় কার্যক্রম দাবি আদায় না হওয়া পর্যন্ত “কর্ম বিরতি শুরু হয়েছে।

স্বাস্ত্য পরিদর্শক সমিতি ও বাংলাদেশ স্বাস্থ্য সহকারি এসোসিয়েশন আটঘরিয়া উপজেলা শাখার আয়োজনে এই কর্ম বিরতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দাবি বাস্তাবায়ন পরিষদের আহবায়ক ও স্বাস্থ্য কমপ্লেক্্র  স্বাস্থ্য পরিদর্শক গোলাম মোস্তফা, যুগ্ন আহবায়ক ও বাংলাদেশ স্বাস্থ্য এসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি মো: আশরাফুল ইসলাম, সহকারি স্বাস্থ্য পরিদর্শক গোলাম মোস্তফা, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, শাহিদুর রহমান, আব্দুল হামিদ, আমিরুল ইসলাম, শহিদুল ইমলাম, চন্দ্রন কুমার তরফদার, রফিকুল ইসলাম, খন্দকার ফুরুক আহমেদ, নাহিদ হাসান, আলতাব হোসেন, পারভীন খাতুন প্রমূখ।
এছাড়াও “কোভিড-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহষ্পতিবার ২৬ নভেম্বর সকালে “৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা অডিটরিয়ামে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফুয়ারা খাতুন। দিনব্যাপী এই মেলায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশিনার (ভূমি) আরিফুজ্জামান, উপজেলা সহকারি প্রোগ্রামান রোকনুজ্জামান, একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা এসএম শাজাহান আলী। মেলায় মোট ১৬টি স্টল রয়েছে।