১৬ই জুন, ২০২৫ 🔻 ২রা আষাঢ়, ১৪৩২🔻 ১৯শে জিলহজ, ১৪৪৬

আটঘরিয়ায় কৃষি জমিতে পুকুর খনন,নষ্ট হচ্ছে রাস্তা

শেয়ার করুন:

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার আটঘরিয়া উপজেলায় আদালতের নিষেজ্ঞাকে অমান্য করে কৃষি জমিতে অবৈধ পুকুর খনন চলছে। এতে করে প্রতিনিয়তই কৃষি জমি কমে যাচ্ছে। পুকুর খননের মাটি বহনকরী ট্রাক্টর চলাচলে রাস্তা ঘাট ক্ষতিগ্রস্থ হওয়ায় পাশাপাশি একাধিক কালর্ভাট ভেঙ্গে পড়েছে। দ্রæত এর অবসান না হলে জলাদ্ধাতাসহ পরিবেশের বিরুপ প্রভাব পরার আশংকা করছেন কৃষি সংশ্লিষ্টরা। তবে উপজেলা প্রশাসনের দাবি পুকুর খনন বন্ধের জোর চেষ্টা চালাচ্ছেন তারা।

সরজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে এক শ্রেনী অসাধু ভেকু ব্যবসায়ীরা জমিকর মালিকের সাথে চুক্তি করে ফসলি জমিতে দেদারছে পুকুর খনন করছেন। পুকুর খনন করে এসব মাটি বিক্রি হচ্ছে বিভিন্ন ইট ভাটায়, ব্যবসা প্রতিষ্ঠানের জায়গায় এবং বাসা বাড়ীর আনাচে কনাচে। সেই সাথে মাটি বহনকারী ট্রাক্টর চলাচলে ক্ষতি হচ্ছে পাকা-কাঁচা রাস্তা ঘাট ঘটছে দূর্ঘটনা নষ্ট হচ্ছে পরিবেশ।

ট্রাক্টর মালিকের সাথে কথা বলে জানা গেছে, প্রতি গাড়ির মাটি বিক্রি হচ্ছে ৮০০ টাকা থেকে ১২০০ টাকায়। সেই সাথে গাড়ী গুলো চালাতে দেখা যায় অধিকাংশই অপ্রাপ্ত বয়স্ক চালক। যাদের বয়স পনেরো থেকে বিশের মধ্যে এদের কোনা ড্রাইভিং লাইসেন্স বা ভাড়ী গাড়ী চালানো নেই কোনো বৈধ কাগজপত্র। এব্যাপারে জানতে চাইলে ভেকু ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আবুল কালাম জানান, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ম্যানেজ করেই পুকুর খনন করছি। যার কারণে খননে কোনো সমস্যা বা বাধা হচ্ছে না।