১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

আটঘরিয়ায় গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল

শেয়ার করুন:

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি ঃ পাবনার আটঘরিয়ার পাঁচটি ইউনিয়নের ৪৮জন নারী-পুরুষ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকের বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল রোববার সকালে উপজেলা চত্তরে আয়োজিত বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল বিতরণ করেন স্থানীয় সরকার পাবনার উপ-পরিচালক মোখলেছুর রহমান। এসয়ম সভাপতিত্ব আটঘরিয়া উপজেলা নিবার্হী অফিসার মাকসুদা আক্তার মাসু।
উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈমিনুল হোসেন চঞ্চল, একদন্ত ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদার, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, চাঁদভা ইউপি চেয়ারম্যান ইজিঃ সাইফুল ইসরাম কামাল।