২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

আটঘরিয়ায় জঙ্গীবাদ,মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

শেয়ার করুন:

আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি ঃ পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী যুবলীগের  আয়োজনে গতাকল রবিবার সন্ধায় জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি আটঘরিয়া বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এসে এসময় বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা মো: তানভীর ইসলাম।

আটঘরিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গোলাম মাওলা পান্নুর পরিচালনায় এসয় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের  যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুজ্জামান টুটুল, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ খান, যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল আলিম, সাধারন সম্পাদক আসাদ মল্লিক, পৌর ছাত্রলীগের সভাপতি বাঁধন, সাধারন সম্পাদক খাইরুল ইসলাম নাসিম, আটঘরিয়া কলেজ ছাত্রলীগ শাখার সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, যুবলীগ নেতা নাসিম, শহিদুল ইসলাম ডন প্রমূখ।