২২শে জুন, ২০২৫ 🔻 ৮ই আষাঢ়, ১৪৩২🔻 ২৫শে জিলহজ, ১৪৪৬

আটঘরিয়ায় নবনির্বাচিত মেয়র রতন ও চেয়ারম্যান চঞ্চলকে গণ সংর্বধনা

শেয়ার করুন:

 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধিঃ আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, নব নির্বাচিত আটঘরিয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম রতন, ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, নব নির্বাচিত দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈমিনুল হোসেন চঞ্চল সহ মাজপাড়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত মেম্বারদের গণ সংর্বধনা প্রদান করা হয়েছে। ১৫ জানুয়ারি(শনিবার) সন্ধায় মাজপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত গণ সংর্বধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: ইন্তাজ আলী খান।

আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পাবনা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান আব্দুল গফুর মিয়ার আয়োজনে এবং  মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জিন্নাত আলীর পরিচালনায় এসয় প্রধান অতিথি বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসরাম রতন।

বিশেষ অতিথি বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দেবোত্তর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈমিনুল হোসেন চঞ্চল। উক্ত গণ সংর্বধনা অনুষ্ঠানে মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।