২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

আটঘরিয়ায় নাগরিক জোটের মানববন্ধন

শেয়ার করুন:

আটঘয়িা(পাবনা) প্রতিনিধি ঃ  আটঘরিয়া উপজেলা নাগরিক জোটের আয়োজনে “সবাই মিলে এগিয়ে চলি, নারী নির্যাতন বন্ধ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহষ্পতিবার ২৬ নভেম্বর দুপুরে পাবনার আটঘরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে ১৬দিনের পক্ষকাল ব্যাপী কর্মসূচী উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

ইউরোপিয়ান ইউনিয়ন ও নেটজ বাংলাদেশ এর আর্থিক কারিগরি সহযোগিতায়, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের বাস্তবায়নে উপজেলার উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপত্বি করেন আটঘরিয়া উপজেলা নাগরিক জোটের সভাপতি আলহাজ মো: ইসাহক আলী। এ সময় বক্তব্য রাখেন  প্রকল্প সমন্বয়কারি পিসি এ্যাড. শাহীনা পারভীন, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ইউ কেন সদস্য আব্দুল কাদের, রনি, আমরাই পারির কর্মী আসিকুর রহমান আশিক, এফএফ আবুল কালাম আজাদ, এফএফ ফুলজাননেছা ফুলি প্রমূখ। এর আগে দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।