আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার আটঘরিয়া পৌরসভার আয়োজনে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দুস্থ্য ও অতিদরিদ্র ব্যক্তি পরিবারকে আর্থিক সহায়তা ও পবিত্র রমজান উপলক্ষে দুস্থ্য দরিদ্র ব্যক্তি পরিবারকে মানবিক সহায়তা ত্রাণ কার্য (নগদ অর্থ) প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকালে পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম রতন। এসময় বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকেীশলী কর্মকর্তা মোঃ মতিয়ার রহমান সহ পৌর কাউন্সিলর বৃন্দ।
পবিত্র রমজান উপলক্ষে ৩০০ জনকে মানবিক সহায়তায় জনপ্রতি ৫০০টাকা করে এবং ৩০৮১ জনকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জনপ্রতি ৫০০ টাকা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
Post Views: 21