আটঘরিয়া(পাবনা) প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলা প্রানিসম্পদ অধিদপ্ত, ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে এবং প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প(এলডিডিপ), প্রানিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ে সহযোগিতায় দিনব্যাপি প্রানি সম্পদ প্রদর্শনি/২২ইং উদ্বোধন ও সমাপনি অনুষ্ঠান গতকাল বুধবার উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এসময় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আনিছুর রহমান।
দিনব্যাপি প্রানি সম্পদ প্রদর্শনী, উদ্বোধন ও সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহরিনা জাহান, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মতিউর রহমান, সমবায় কর্মকর্তা মজিবর রহমান, সহকারি প্রোগ্রামার রোকনুজ্জামান, একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল, উপজেলা প্রানি সম্পদ দপ্তরের ভিএফএ খন্দকার ছামিউল আলম, ভিএফএ হাসানুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উক্ত প্রদর্শনীতে মোট ৩২ স্টল বসানো হয়েছে। প্রদর্শনীতে অংশ গ্রহনকারিদের মধ্যে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী ঘোষনা করা হয়েছে।
ডেউরি ও প্রযুক্তিতে ১ম ক্যাটাগরিতে প্রথম হয়েছেন দেবোত্তর এলাকার মো: আমির হামজা (গরু-ফ্রিজ্রিয়ান), দ্বিতীয় হয়েছেন জাগরনী ফাউন্ডেশন (দেশী মরগী), তৃতীয় হয়েছেন মনির প্রাং (মহিষ)।
ছাগল ও ভেড়া পালন করে ২য় ক্যাটাগরিতে প্রথম হয়েছেন বরুলিয়া গ্রামের আজিজুল গাফফার(গারল), দ্বিতীয় হয়েছেন রানী গ্রামের সাইদুল ইসলাম(ছাগল) তৃতীয় হয়েছেন কৈজুরী গ্রামের আনসার মোল্লা(ছাগল ব্লাক)।
দেশী ও পাখী পালন করে ৩য় ক্যাটাগরিতে প্রথম হয়েছে নরজান গ্রামের জাহাঙ্গীর আলম(কবুতর), দ্বিতীয় হয়েছেন আনিছুর রহমান (টাকি), তৃতীয় হয়েছেন চাঁদভা এলাকার মোছা: শরিফা খাতুন(রাজহাঁস)।