আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি ঃ
বঙ্গমাতা ‘সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী” এই প্রতিপাদ্যকে ধারন করে পাবনার আটঘরিয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিক উপলক্ষে পদক ও দুঃস্থ্য মহিলাদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল রোববার সকালে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নিবার্হী অফিসার মাকসুদা আক্তার মাসু। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহরিনা জাহান, সাবেক উপজেলা কমান্ডার জহুরুল হক, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান প্রমূখ। আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা শাহরিনা জাহান জানান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে ৭জন দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও ২ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এসময় আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।