১৬ই জুন, ২০২৫ 🔻 ২রা আষাঢ়, ১৪৩২🔻 ১৯শে জিলহজ, ১৪৪৬

আটঘরিয়ায় “বীর নিবাস” কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন

শেয়ার করুন:

আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি ঃ পাবনার আটঘরিয়া উপজেলা প্রশাসন (দূর্যোগ ব্যবস্থাপনা শাখা) কর্তৃক আয়োজিত মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বীর মুক্তিযোদ্ধা আবাসন “বীর নিবাসন” নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান গত ৩১ডিসেম্বর শ্রীকান্তপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে।

শ্রীকান্তপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম হাবিবুল্লাহ খানের বাড়ীর উপর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো: নুরুজ্জামান বিশ্বাস এমপি।আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু’র সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, বিশিষ্ট সমাজ সেবক কেএম শাহীন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন তৌহিদুল ইসলামের পরিচালনায় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আরিফুজ্জামান, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো: হাফিজুর রহমান সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,সাংবাদিক ও এলাকার সুধীজন এসয় উপস্থিত ছিলেন।