১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

আটঘরিয়ায় বোরো ধান কাটতে ব্যস্ত সময় পাড় করছেন কৃষকেরা

শেয়ার করুন:

আটঘরিয়া(পাবনা) প্রািতনিধি ঃ কৃষকের অক্লান্ত পরিশ্রমের ফসল বোরো ধান কৃষকের গোলায় উঠতে শুরু করেছে। তাই পাবনার আটঘরিয়ায় উপজেলা প্রতিটি গ্রামের কৃষকের মনে বইছে এখন আনন্দের বন্যা।

উপজেলার দেবোত্তর. একদন্ত, লক্ষীপুর, চাঁদভা ও মাজপাড়া উইনয়নের বিভিন্ন গ্রামের কৃষকেরা পাকা বোরো ধান কাটতে শুরু করেছেন। এমনকি মেশিনের সাহায্যে চলছে ধান মাড়াইয়ের কাজ। এছাড়াও স্থানীয় গ্রামীণ কৃষক কৃষানীরা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পাকা ধান মাড়াই, সিদ্ধ ও গো-খাদ্য হিসেবে ব্যবহৃত খড় শুকাতে পরিশ্রম করে যাচ্ছেন।

এলাকার ধান কাটা শ্রমিকেরা জানান, দেশি প্রজাতির ধানের চেয়ে এবছর হাইব্রিড ধানের ভালো হয়েছে। এসব মিলিয়ে তাদের শ্রমিক শ্রম মূল্যে পুষিয়ে নিতে পারবেন। উপজেলা কৃষি অফিসার জানান, ইতোমধ্যে শতকরা ৯০ ভাগ ধান কৃষকের ঘরে উঠেছে। এবছর খরের কোনো ঘাটতি হবে না বলে তিনি জানান।