২২শে জুন, ২০২৫ 🔻 ৮ই আষাঢ়, ১৪৩২🔻 ২৫শে জিলহজ, ১৪৪৬

আটঘরিয়ায় ভূট্রা মাড়াইয়ে ব্যস্ত কৃষক

শেয়ার করুন:

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার আটঘরিয়া উপজেলায় বোরো ধান কাটা ও মাড়াই শেষ হতে না হতেই ভূট্রা কর্তন ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃণকেরা। অন্যান্য বছরের ন্যায় এবারও রেকর্ড পরিমান জমিতে ভূট্রার ছাষ করা হয়েছে। এবারে ভূট্রার ফলনও ভাল হওয়ায় ভূট্রাচাষূদের মুখে আনন্দের উল্লাস বইছে। কম খরচে অধিক মুনাফা অর্জনের স্বপ্ন নিয়ে এলাকার হাজার হাজার কৃষক ভূট্রাচাষ করে থাকেন। এক সময় ভূট্রার চাহিদা না থাকায় এলাকায় ভূট্রা চাষ চোখে পরতো না। কিন্ত উপজেলাএকটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নে বিভিন্ন মাছে ও নদীর তীর এলাকাগুলো কৃষকরা ভূট্রা চাষে ব্যাপক আগ্রহ হয়ে উঠেছে।

স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবারে এই উপজেলায় একটি পৌরসভায় ও পাঁচটি ইউনিয়নে খরিপ-১ মৌসুমে ১৫ হেক্টর, রবি ৭০ হেক্টর জমিতে ভূট্রা চাষ করা হয়েছে। এর মধ্যে আগাম জাতের ভূট্রা কর্তন ও মাড়াই শুরু হয়েছে। এবারে এবারে মৌসুমে শুরু থেকেই আবহাওয়া অনুকুলে থাকায় ভূট্রার বাম্পার ফলন হয়েছে। প্রতিবিঘা জমিতে ৩০-৩৫ মণ ভূট্রার ফলন হচ্ছে।

তবে বাজার সূত্রে জানা গেছে, এবার বাম্পার ফলনে ভূট্রা চাষীদের মুখে ফুটে উঠেছে হাসি। ফলনের সাথে সাথে বাজারে দামও ভাল রয়েছে। সাড়ে সাতশ টাকা থেকে সাড়ে নয়শ টাকা পর্যন্ত মণ বেচাকেনা হচ্ছে।  বেরুয়ার গ্রামের ইব্রাহিম হোসেন গত বছর ভূট্রা চাষ করে বাম্পার ফলন পেয়েছে এবং দামও ভালো পেয়েছে। তবে ভূট্রা চাষে খরচ কম লাভ বেশি।
পৌরসভার দুলাল মৃধা জানান, ভূট্রা চাষে কম খরচ এবং লাভ জনক হওয়ায় আমাদের এলাকার অনেক কৃষকরা ব্যাপক হারে ভূট্রা চাষে ঝুঁকে পড়েছেন। আমাদের গ্রাম সহ আশ পাশের মাঠগুলোতে ভূট্রার চাষ করা হয়েছে। শুরু থেকেই আবহাওয়া ভাল থাকায় গত বছরের ন্যায় এবারও ভূট্রার বাম্পার ভাল ফলন হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রোখশানা কামরুনাহার বলেন, এলাকার কৃষকরা যাতে ভূট্রা চাষে ক্ষতিগ্রস্ত না হয় এজন্য মৌসুমের শুরু থেকেই আমাদের উপ-সহকারি কৃষি কর্মকর্তারা মাট পর্যায়ে কৃষকদের সার্বক্ষনিক কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। এছাড়াও চলতি বছরে আবহাওয়া অনুকুলে থাকায় ভূট্রার ভালো ফলন হয়েছে। কৃষকরা যাতে তাদের হাড় ভাঙা পরিশ্রমে অর্জিত ফসল সাচ্ছন্দে ঘুরে তুলতে পারলে এবং ন্যায্য মূল্য পান এটা আমাদের প্রত্যাশা।