১৪ই জুলাই, ২০২৫ 🔻 ৩০শে আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই মহর্‌রম, ১৪৪৭

আটঘরিয়ায় মহান বিজয় দিবস পালিত

শেয়ার করুন:

আটঘরিয়া(পাবনা) প্রতিনিধিঃ যথাযথ মর্যাদার মধ্য দিয়ে পাবনার আটঘরিয়ায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকাল আটটায় উপজেলা চত্তরে জাতীয় পাতাকা উত্তোলন শেষে অস্থায়ী স্মৃতি সৌধে পুষ্পস্তর্বক অর্পণ করেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফুয়ারা খাতুন। এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো: তানভীর ইসলাম, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সহকারি কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, যুদ্ধকালিন কমান্ডার আনোয়ার হোসেন রেনু, কৃষি কর্মকর্তা রুখশানা কামরুনাহার,

যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ টিটু, সাংবাদিক আব্দুস সাত্তার মিয়া, ডা. রফিকুল ইসলাম, ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন প্রমূখ। পরে চিত্রাংক প্রতিযোগিতাদের মাঝে পুরুস্কার তুলে দেওয়া হয়।  শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত।##