মাসুদ রানা, আটঘরিয়াঃ পাবনার আটঘরিয়া উপজেলায় মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় মধ্যদিয়ে পালিত হয়েছে। দিনের কর্মসূচির মধ্যে ছিল সৃর্যোদয়ের সাথে সাথে ৫০বার তোপধ্বনী, মুক্তিযুদ্ধের সৃতিসৌধ ও জাতীর পিতার প্রতিকৃতিতে পুষ্পাস্তবক অর্পন, সকল সরকারী বে-সরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, এছাড়া ভোরে ৫জন শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত করা হয়েছে।
সকাল ৯টায় কোরআন ও গীতা পাঠের মাধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় সঙ্গীতের মাধ্যেমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ মাঠে পুলিশ, মুক্তিযোদ্ধা, আনসার ভিডিপি, স্কাউটস, গার্লস গাইড, কাবদল, স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীদের বর্নাঢ্য সমাবেশে কুজকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এদিন আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্্র রোগীদের এবং এতিমখানায় উন্নত খাবার পরিবেশন করা হয়। বিকাল ৪টায় স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রীর শপথ অনুষ্ঠানে সবাই অংশগ্রহন করেন এবং সন্ধায় জাতীর পিতার “স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারন ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং মুক্তিযুদ্ধ” শীর্ষক আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সব কর্মসূচি পালনের আগে একই উদ্দেশ্যে গত ১৩ ডিসেম্বর চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা এবং বিভিন্ন ভবন আলোকসজ্জিত করা হয়।
আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু’র সভাপতিত্বে দুপুরে উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সম্বর্ধনা প্রদান করা হয়। এসময় সর্ম্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম। বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান প্রমূখ।