১৪ই জুলাই, ২০২৫ 🔻 ৩০শে আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই মহর্‌রম, ১৪৪৭

আটঘরিয়ায় মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তি শুরু

শেয়ার করুন:

মাসুদ রানা :পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয় আরো একধাপ এগিয়ে। বিদ্যালয়টি ২০২১ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে ভর্তি ফরম প্রকাশ করেছে। ফেসবুকে “পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়” আইডিতে সংযুক্ত লিংকে প্রবেশ করে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীরা আবেদন ফরমটি সহজেই পূরণ করে সাবমিট করতে পারবেন। বিদ্যালয়ে উপস্থিত না হয়ে অনলাইনে ভর্তি ফরম প্রকাশ করায় বিদ্যালয়টি আরো একধাপ এগিয়ে চলেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন জানান, করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্টান বন্ধ রয়েছে। জনসমাগম করাও যাবে না। এজন্য আমরা বিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইন পদ্ধতি শুরু করেছি। অনলাইন পদ্ধতিটা বিদ্যালয়ের সহকারি গ্রন্থাগারিক মোঃ আসলাম হোসেনের তত্ত¡াবধানে পরিচালিত হচ্ছে। তিনি আরো জানান অনলাইনে ভর্তি ফরম পূরণ করে সাবমিট করে বিদ্যালয়ের বিকাশ/রকেট/ডাচ বাংলা একাউন্টে টাকা পাঠালে ভর্তি নিশ্চিত করা হবে।