৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

আটঘরিয়ায় মুজিব শতবর্ষ নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শেয়ার করুন:

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়ার ধলেশ্বর সোনালী সংঘের আয়োজনে মুজিব শতবর্ষ নকআউট ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টে  পাবনা খোদাইপুর রবিউল সানি ফুটবল একাদশ ৪-১ গোলে ভাঙ্গুড়া শেখ রাসেল ক্রীড়া একাডেমিকে পরাজিত করে ফাইনাল খেলার গৌবর অর্জন করেন।
খেলায় সভাপতিত্ব করেন আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের প্রভ্ষাক মোঃ শরিফুল ইসলাম রাজু। গত শুক্রবার (১৯ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার সময় ঐতিহ্যবাহী ধলেশ্বর মাদরাসা মাঠে আয়োজিত মুজিব শতবর্ষ নকআউট ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আসলাম হোসেন (পরিবেশ)।
বিশেষ অতিথি বক্তব্য দেন বিশিষ্ট সমাজ সেবক রফিকুল ইসলাম, আব্দুল কুদ্দুস মন্টু, সহকারি শিক্ষক শ্রী মানিক কুমার সেন। খেলাটি সার্বিক পরিচালনায় ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ শ্রী সুনিল মাস্টার। উক্ত সেমিফাইনালে খেলায় প্রচুর দর্শকের সমাগম হয়েছিল।