১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

আটঘরিয়ায় শান্তিপূর্ন অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি প্রদান

শেয়ার করুন:

  

আটঘরিয়ায় প্রতিনিধিঃ ‘সেবা হোক শিক্ষার উপকরণ এই বিষয়কে সামনে রেখে অনলাইনে আবেদনকৃত প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের একসঙ্গে স্বীকৃত ও এমপিও এবং প্রতিবর্ন্ধীদের মৌলিক অধিকার শিক্ষার দাবিতে ‘শান্তিপূর্ন অবস্থান কর্মসূচী ও স্মারক লিপি প্রদান” করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল সাড়ে এগারোটার সময় উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে এই শান্তিপূর্ন অবস্থান কর্মসূচী পালন করা হয়।

বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি, পিএমএস অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় অংশগ্রহনে আয়োজিত কর্মসূচী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান শিক্ষক ও আহবায়ক বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি মো: লুৎফর রহমান।

এসময় শান্তিপূর্ন অবদান কর্মসূচী ও স্মারক লিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএমএস অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আ: মালেক, মনিরুল ইসলাম, মাসুদ আহমেদ, সেলিম হোসেন, পিংকি খাতুন, রঞ্জিনা খাতুন, উর্মি খাতুন, বিউটি খাতুন, আমজাদ হোসেন হেলাল হোসেন প্রমূখ।