২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

আটঘরিয়ায় শিক্ষার্থীদের রক্ষায় মার্শাল আর্ট প্রশিক্ষণ

শেয়ার করুন:

আটঘরিয়া প্রতিনিধি ঃ নাগরিক সমাজ শক্তি শালীকরনের মাধ্যমে নারীর অধিকারকে সুরক্ষা ও প্রতিষ্ঠায় ইউরোপিয়ন ইউনিয়ন ও নেটজ  বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় এবং আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এর বাস্তবায়নে আটঘরিয়া উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আতœরক্ষার জন্য মার্শাল আর্ট প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এই প্রশিক্ষন পরিচালনা করেন জাতীয় কোচ ও আর্ন্তজাতিক রেফারি কারাতে সিতোরিও বøাক বেল্ট ৬ষ্ট ড্যান শেখ ওয়াহেদ আলী সিন্টু। উপজেলার সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়, খিদিরপুর শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়, মতিঝিল উচ্চ বিদ্যালয়, একদন্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গতকাল মঙ্গলবার প্রতিটি বিদ্যালয়ের ২০জন শিক্ষার্থীদেও এই প্রশিকআষণ দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন আমরাই পারির কর্মী আশিকুর রহমান আশিক, এফএফ আবুল কালাম আজাদ, এফএফ ফুলজান খাতুন ফুলি।