১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

আটঘরিয়ায় শেখ কামালের ৭২তম জন্মবাষিকী পালিত

শেয়ার করুন:

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি ঃ
পাবনার আটঘরিয়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্যপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে গতকাল বৃহষ্পতিবার সকাল দশটায় উপজেলা অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবাহী অফিসার মাকসুদা আক্তার মাসু’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম। আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান,
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. রফিকুল হাসান, আটঘরিয়া সরকরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন খান, একদন্ত ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদার, চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি: সাইফুল ইসলাম কামাল, কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ প্রমূখ। আলোচনা সভাটি সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ।
উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম শাহজাহান আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহরিনা জাহান, সহকারি প্রেগ্রামার রোখনুজ্জামান, একাডেমিক সুপারভাইজার শিপ্রা রানী মন্ডলসহ  উক্ত আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।