আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি ঃ পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের ৩৬নংপার-কোদালিয়ো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ব্রীজ দীর্ঘদিন ভেঙ্গে পড়ে আছে। কর্তৃপক্ষের নজর নেই। তিন থেকে চার মাস ধরে এই ব্রীজটি ভেঙ্গে পড়ে আছে। উক্ত রাস্তা দিয়ে প্রতিদিন শতশত মানুষ ও কোমলমতি স্কুলের শিক্ষার্থীরা যাতায়াত করে। ফলে প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা।
অভিভাবকদের অভিযোগ, আমাদের ছেলে মেয়েদের স্কুলে দিয়ে শান্তি পাচ্ছি না। আমরা আতংকের মধ্যে আছি। যেকোনো মুহুর্তে এই ভাঙ্গা ব্রীজের কারনে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছেন তারা।
অপর দিকে একই এলাকার খামার কোদালিয়ে সুমনের বাড়ির সামনে অপর একটি ব্রীজ দীর্ঘ দিন ধরে ভেঙ্গে গেছে। জনসাধারনের চলাচলের একেবারেই অনুপযোগি হয়ে পড়েছে। এলাকার মানুষ ভ্যানচালক, অটোবাইক, কৃষকরা তাদের পন্য নিয়ে ওই রাস্তা দিয়ে বাজারে বিক্রি করতে পারছেনা। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষে সু-দৃষ্টি কামনার করেছেন এলাকাবাসি। দ্রুত এই দুইটি ব্রীজ মেরামতের দাবি জানান তারা।