আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি ঃ ২০০৪ সালের ২১ আগষ্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামীলীগ সমাবেশে গ্রেনেড নিক্ষেপ করা হয়। সেই হামলায় আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মী নিহত ও স্পিøন্টারের আঘাতে শতশত নেতাকর্মী আহত হয়। নিতহদের মধ্যে ছিলেন মহিলা আওয়ামীলীগের সভাপিত ও প্রয়াত রাস্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান। আহতদের মধ্যে অনেকের জীবনযাপন দূর্বিষহ হয়ে উঠেছে। দেশরতœ শেখ হাসিনা আক্রমন থেকে রক্ষা পেলেও আজী কানে আঘাত পান। যার ফলে আজ পর্যন্ত তিনি ভূগছেন। গতকাল শনিবার সকালে আওয়ামীলীগ কার্যালয়ে গ্রেনেড হামলা উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন সভাপতির বক্তবে একথাগুলো বলেন।
আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনাতেক হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতি শ্রোদ্ধাঞ্জলি অর্পণ আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম,
আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল গফুর মিয়া, একদন্ত ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন সরদার, চাঁদভা ইউপি চেয়ারম্যান ইজিঃ সাইফুল ইসলাম কামাল, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন,
চাঁদভা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম, পৌর আওয়ামলীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফ্ফার, সাধারন সম্পাদক গোলাম মাওলা পান্নু, পৌর ছাত্রলীগের সভাপতি বাঁধন, সাধারন সম্পাদক খাইলুর হাসান নাসিম, আটঘরিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা নাছিম উদ্দিন, রাশিদুল ইসলাম পাপ্পু প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হামিদ মোহাঈমিনুল হোসেন চঞ্চল। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#