২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

আটঘরিয়া আন্তঃ উপজেলা প্রতিযোগিতায় পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয় ১ম

শেয়ার করুন:

আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি ঃপাবনার আটঘরিয়া আন্তঃ উপজেলা বিভিন্ন প্রতিযোগিতায় পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয় ২টি ইভেন্টে ১ম হয়েছে। আটঘরিয়া আন্তঃ উপজেলা ডিজিটাল বাংলাদেশ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতায় ১ম হয়েছে পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী সুমাইয়া সরকার।অপরদিকে বিজয় দিবসের চিত্রাংকন প্রতিযোগিতায়ও ১ম হয়েছে পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী নুরাইয়াত ছাইম শানু।তারা ইতিপূরেবও বিভিন্ন প্রতিযোগিতায় বিভিন্ন স্থান অধিকার করেছিল।

৯ ডিসেম্বর আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসের হলরুমে উক্ত প্রতিযোগিতা সমূহ অনুষ্ঠিত হয়। আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফুয়ারা খাতুনের সার্বিক তত্ত্বধানে বিচাক মন্ডলীতে ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার রাজু আহমেদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক শিপ্রারানী মন্ডল।পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্যের জন্য উক্ত ছাত্রীদের ও তাদের পিতামাতাকে প্রধান শিক্ষক মো: আফতাব হোসেন ধন্যবাদ জানিয়েছেন। একই সাথে বিচারক মন্ডলীদেরও অভিনন্দন জানিয়েছে।