২২শে জুন, ২০২৫ 🔻 ৮ই আষাঢ়, ১৪৩২🔻 ২৫শে জিলহজ, ১৪৪৬

আটঘরিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শেখা হাসিনার ফ্রি অক্সিজেন ও চিকিৎসা সেবা শুরু

শেয়ার করুন:

 

আটঘরিয়া প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগ আটাঘরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে “শেখ হাসিনার ফ্রি অক্সিজেন ও চিকিৎসা সেবা” উদ্বোধন করা হয়েছে। গত শনিবার  রাত সাড়ে ৯ টার দিকে আটঘরিয়া বাজারে ফ্রি অক্সিজেন  চিকিৎসা সেবা উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় ও তথ্য গবেষণা বিষয়ক উপ-কমিটি সদস্য এবং সাবেক সফল ছাত্র নেতা সাকিবুর রহমান শরীফ কনক।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম, জেলা ছাত্র লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুরাদ, আটঘরিয়া পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক খাইরুল হাসান নাসিম, দেবোত্তর ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক সোহেল রানা, আটঘরিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, জগনাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমরুল কায়েশ শিশির  প্রমূখ। 

এসময় সাকিবুর রহমান শরীফ কনক বলেন, অক্সিজেন  সিলিন্ডার কিভাবে ব্যবহার করা হবে এবিষয়ে তিনি আটঘরিয়া উপজেলা ছাত্রলীগ ও সকলকে অবগত করেন।