আটঘরিয়া(পাবনা) প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় শিবির নেতা পৌর আওয়ামীলীগের আহবায়ক হিসেবে গোলজার হোসেন বক্তব্য রাখায় গোটা আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক জানান, গোলজার হোসেন ইতোপূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জামায়াত শিবিরের ক্যাডার ছিলেন। তাকে আটঘরিয়া পৌর আওয়ামীলীগের আহবায়ক করায় দলের মধ্যে নানা জটিলতা দেখা দিয়েছেন। উত্তরচক কেরানীর ঢালের বসবাসরত মৃত মাহাতাব উদ্দিনের ছেলে গোলজান হোসেন দীর্ঘদিন ধরে রাজশাহী বিশ^বিদ্যালয়ের শিবির ক্যাডার ছিল। তার পিতা পিচ কমিটির সদস্য ছিলেন বলে এলাকাবাসি জানান।
আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল গফুর মিয়াসহ ওই বর্ধিত সভায় ১০/১৫ জন আওয়ামীলীগের নেতা জানান, আটঘরিয়া উপজেলা আ’লীগের সভাপতি তার হাতকে শক্তিশালী করার জন্য জামায়াত বিএনপির ক্যাডার নিয়ে এসে আওয়ামীলীগের ওর্য়াড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে তাদের কমিটিতে রাখার জন্য পায়তারা করছেন। গত ২৮ নভেম্বর আটঘরিয়া উপজেলা আ’লীগের বর্ধিত সভায় পাবনা জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ষ্পষ্ট বলে দিয়েছেন আওয়ামীলীগের কমিটিতে জামায়াত শিবির বিএনপি যাতে ঢুকটে না পারে। সে দিকে নেতা কর্মীদের সজাগ থাকার আহবান জানান।
উল্লেখ্য, সাবেক আটঘরিয়া পৌর মেয়র ও বিএনপির নেতা আমিনুল হকের ক্যাডার বুলবুল ও কামরুল ইসলামকে উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও সম্পাদক করা হয়েছে। এতে আওয়ামীলীগের ত্যাগী নেতারা বাদ পড়ে যাচ্ছেন। এ ধরনের কমিটি করলে আওয়ামীলীগের ভাবমূক্তি নষ্ট হবে বলে আশংকা করছেন নেতাকর্মীরা।##