২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

আটঘরিয়া পৌর নির্বাচনে ৭জন মনোনয়ন প্রত্যাসিদের সিভি জমা

শেয়ার করুন:

 

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া পৌর নির্বাচনে মনোনয়ন প্রত্যাসি ৭জন সিভি জমা দিয়েছেন। গত ২ ডিসেম্বর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বরাবর এই সিভি জমা দেওয়া হয়।

উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হেলাল খান জানান, আসন্ন পৌর সভা নির্বাচনে ৭ জন মনোনয়ন প্রত্যাসিরা সিভি জমা দিয়েছেন। এরা হলে আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান মেয়র শহিদুল ইসলাম রতন, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ড. হোসেন আলী বিশ^াস, পৌর আওয়ামীলীগের আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক আঃ আজিজ খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আলী সুজা মিঠু, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান জুয়েল। আসন্ন পৌর নির্বাচনে যারা মেয়র প্রার্থী হতে চান তাদেও সিভি জমা দেয়ার জন্য নোটিশ প্রদান করা হয়।##