২২শে জুন, ২০২৫ 🔻 ৮ই আষাঢ়, ১৪৩২🔻 ২৫শে জিলহজ, ১৪৪৬

আটঘরিয়া পৌর মেয়র রতন ও চেয়ারম্যান চঞ্চল পুনঃঅনির্বাচিত হওয়ায় গণসংর্বধনা

শেয়ার করুন:

 আটঘরিয়া(পাবনা) প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন আটঘরিয়া পৌরসভার পুনঃনির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হামিদ মোহাম্মদ মোহাঈমিনুল হোসেন চঞ্চল পুনঃনির্বাচিত হওয়ায় “গণ সংর্বধনা” দেওয়া করা হয়েছে।

গত ৩১ডিসেম্বর বিকালে আটঘরিয়া বাজার প্রাঙ্গণে আয়োজিত গণ সংর্বধনা অনুষ্টানে প্রধান অতিথি বক্তব্য দেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাস এমপি।

পৌর আওয়ামী লীগের আহবায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মান্না, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম, আটঘরিয়া আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক গোলাম মওলা পান্নু, পৌর ছাত্র লীগের সাধারন সম্পাদক খাইরুল ইসলাম নাসিম প্রমূখ। গণ সংর্বধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল। উক্ত গণ সংর্বধনা অনুষ্ঠানে পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ, পৌরসভার ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সম্পাদকসহ অনেকেই উপস্থিত ছিলেন।