১৬ই জুন, ২০২৫ 🔻 ২রা আষাঢ়, ১৪৩২🔻 ১৯শে জিলহজ, ১৪৪৬

আতাইকুলায় কমিউনিটি পুলিশিং-ডে পালিত

শেয়ার করুন:

সাঁথিয়া প্রতিনিধিঃ “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর স¤প্রীতি” প্রতিপাদ্যকে ধারন করে  আতাইকুলা থানা পুলিশের উদ্যোগে শনিবার সকালে র‌্যালী, সুধী সমাবেশে ও পুলিশিং কমিটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে কমিউনিটি ডে উপলক্ষে বিশাল র‌্যালী আতাইকুলা বাজার প্রদক্ষিণ করে। পরে আতাইকুলা থানা চত্বরে ওসি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও ওসি তদন্ত সিদ্দিকুল ইসলামের পরিচালনায় পুলিশিং কমিটির কার্যাবলী জনগনের সুফলসহ বিভিন্ন বিষয় ও দিকনির্দেশনা মূলক আলোচনা করেন আতাইকুলা ইউপি চেয়ারম্যান খ.ম আতিয়ার হোসেন, সাদুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আঃ কুদ্দুস মুন্সি, ভুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ আবু ইউনুস, আর.আতাইকুলা ইউপি চেয়ারম্যান আলহাজ মিরাজুল ইসলাম বিশ্বাস, সাংবাদিক কামরুল, সাবেক অধ্যক্ষ আঃ ওহাব, আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা খাতুন, মাধপুর শেখ হাসিনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, জনসাধারনের মধ্যে বক্তব্যদেন আলী হোসেন, রোজিনা খাতুন রোজি প্রমুখ।