সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার আতাইকুলা থানা পুলিশ অভিযান চালিয়ে দেড় কেজি গাজা, ৫০ পিস ইয়াবা ও ৩ গ্রাম হেরোইনসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে। মাদক মামলায় তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
থানা সুত্রে জানা যায়, গত বুধবার ও বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে পুষ্পপাড়া বাজার থেকে দেড় কেজি গাজাসহ সদর থানার জালালপুর গ্রামের শামসুলের ছেলে সাদ্দামকে আটক করে। একই রাতে থেকে তাকে আটক করে। গয়েশবাড়ী এলাকা হতে সাঁথিয়া থানার রাউতি গ্রামের তোফাজ্জলের ছেলে আনোয়ারকে ৫০ পিস ইয়াবাসহ আটক করে। বৃহস্পতিবার আতাইকুলা থানার সড়াডাঙ্গী গ্রামের হামেদ আলীর ছেলে মোতাহারকে ৩ গ্রাম হেরোইনসহ আটক করে। থানায় মাদক মামলায় তাদের জেলহাজতে প্রেরন করা হয়।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, তারা মাদক ব্যবসায়ী তার নামে মাদকসহ একাধিক মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স, এলাকাকে মাদক মুক্ত করতে অভিযান অব্যহত রয়েছে।
Post Views: 14