১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

আতাইকুলায় জাতীয় শোক দিবস পালিত

শেয়ার করুন:

আলিউল ইসলাম(অলি):
রবিবার বিকালে স্বেচ্ছা-সেবকলীগ পাবনা জেলার শাখার উদ্যোগে আতাইকুলা জেলা পরিষদ সুপার মার্কেট চত্বরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
আর-আতাইকুলা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল ওহাবের সভাপতিত্বে ছাত্রলীগ নেতা মানিকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-সাঁথিয়া উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, আ’লীগ নেতা আব্দুল মালেক বাবলু, পাবনা জেলা স্বেচ্ছা-সেবকলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির পাভেল, জেলা স্বেচ্ছা-সেবকলীগের অন্যতম নেতা ও অনুষ্ঠান আয়োজক মোঃ মানিকুজ্জামান মানিক। জেলা যুবলীগ নেতা আহসান হাবিব, সাঁথিয়া উপজেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান ছানা প্রমুখ। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১০জন যুবক স্ব-ইচ্ছায় রক্তদান করেন। ১৫ আগস্ট কালো রাতে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের নির্মম ভাবে হত্যা কান্ডে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দুপুরের দিকে আর-আতাইকুলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রায় ২ হাজার গরীব দুঃস্থ মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানের পূর্বে বঙ্গবন্ধুর প্রতীকৃতিতে পুষ্প মাল্য অর্পন করা হয়।