২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

আতাইকুলায় ডাকাতি মামলার আসামীসহ ২জন আটক

শেয়ার করুন:

 
সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার আতাইকুলা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  ডাকাতি মামলার আসামীসহ ২জনকে আটক করেছে। শনিবার তাদের আদালতে প্রেরন করেছে। আটককৃত  সারদিয়ার গ্রামের রুহুল আমিনের ছেলে ও ডাকাতি মামলার পলাতক আসামী শাহীন (৩০)কে নিজ এলাকা থেকে আটক করে। একই রাতে জিআর ওয়ারেন্টের আসামী রানীগ্রাম গ্রামের কেসমতের ছেলে জমির আলী (৪০)কে িিনজ এলাকা থেকে আটক করে পুলিশ।  আতাইকুলা থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেন আসামীদের শনিবার আদালতে প্রেরন করা হয়েছে। ##