২২শে জুন, ২০২৫ 🔻 ৮ই আষাঢ়, ১৪৩২🔻 ২৫শে জিলহজ, ১৪৪৬

আতাইকুলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছার জন্মবার্ষিকী পালিত

শেয়ার করুন:

স্টাফ রির্পোটার: গতকাল রবিবার বিকালে পাবনা জেলা সুপার মার্কেট চত্বরে আতাইকুলায় বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মোল্লার সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা প্রধান মন্ত্রী শেখ হাসিনার মা শেখ ফজিলাতুন নেছার৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়। জন্মদিনে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়। বক্তব্য রাখেন পাবনা জেলা শাখা স্বেচ্ছা-সেবকলীগের অন্যতম নেতা মোঃ মানিকুজ্জামান মানিক প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের আ’লীগ বা অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া শেষে তাবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাংলাদেশ ছাত্রলীগের সাঁথিয়া উপজেলা শাখা সিনিয়র সহ-সভাপতি মানিকুজ্জামান মানিক ও স্বেচ্ছা-সেবকলীগ নেতা রবিউল ইসলাম@বাবু।