২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

আতাইকুলায় যুবকের আত্মহত্যা

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা) প্রতিনিধিঃ  পাবনা আতাইকুলায় উজ্জ্বল(৩২) নামে একজন যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার মধ্যরাতে উপজেলার আতাইকুলা থানার স্বরভবানীপুর গ্রামে। থানা ও পারিবারিক সূত্রে জানা যায় সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার ভুলবাড়ীয়া ইউনিয়নের স্বরভবানীপুর গ্রামের মোর্শেদ আলীর ছেলে উজ্জ্বল হোসেন(৩২) ২ সন্তানের জনক। গত বুধবার মধ্যরাতে কোন এক সময় তার নিজ ঘরের আড়ার সাথে সবার অজান্তে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার কারণ জানা যায়নি। আতাইকুলা থানা পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। আতাইকুলা থানার অফিসার ইনচার্জ নাছিরুল আলম বলেন, লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে থানায় ইউ,ডি মামলা হয়েছে। #