১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

আতাইকুলায় সিসি ক্যামেরা দেখে চোর আটক, ৮ মোবাইল উদ্ধার

শেয়ার করুন:

ইছামতিনিউজটুয়েন্টিফোর.কম রিপোর্টঃ জেলা পুলিশ সুপারের ফেসবুক পোস্ট সূত্রে জানাযায়, গত ইং ১৭ আগস্ট সকাল অনুমান ১১:৩০ ঘটিকায় আতাইকুলা থানাধীন আতাইকুলা বাজারে জনৈক কবির এর মালিকানাধীন শরিফ ইলেকট্রনিক্স দোকানের সামনে অজ্ঞাতনামা ২/৩ জন চোর কৌশলে জনৈক মোঃ আসিফ হোসেন (১৯) পিতা-মৃত মফজেল প্রামানিক, সাং-রতনপুর, থানা-আতাইকুলা,জেলা-পাবনার একটি Itel L6005 মডেলের স্মাট মোবাইল ফোন চুরি করে নেয়, যাহার IMEI NO-1: 354101118986841, 2:354101118986858, পরবর্তীতে আতাইকুলা বাজারের সিসি টিভি ক্যামেরার ফুটেজের মাধ্যমে মোবাইল ফোন চোরের ছবি সংগ্রহ পূর্বক খোজাখুজির এক পর্যায়ে ইং ২৫ আগস্ট দুপুর অনুমান সাড়ে ২ টার সময় আতাইকুলা থানাধীন আতাইকুলা বাজারে জনৈক মোঃ কবির (৪২) পিতা-মৃত আঃ রহমান মুন্সি, সাং-রঘুনাথপুর, থানা-আতাইকুলা,জেলা-পাবনা এর মালিকানাধীন শরিফ ইলেকট্রনিক্স এর দোকানের সামনে উক্ত মোবাইল ফোন চোর মোঃ শুকচাঁদ (২৪) পিতা-মোঃ আরিফুল ইসলাম শেখ @ আদু শেখ, সাং-শেখপাড়া, থানা-বেড়া, জেলা-পাবনা, এ/পি সাং-মন্ডলপাড়া, থানা/জেলা-পাবনাকে সনাক্ত পূর্বক উক্ত মোবাইল ফোনের মালিক ও স্থানীয় লোকজনদের সহায়তায় আটক করা হয়। আটক করার পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে মোবাইল ফোন চুরি করার কথা স্বীকার করে এবং তার নিকট থেকে প্রথমে চোরাই দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যাহা ১। একটি নীল রংয়ের বাটনযুক্ত LiteTel মোবাইল ফোন, যাহার IMEI NO-1:359636080566001,2:359636080566019, wmg bs-01778-635634, ২। একটি Oppo স্মাট মোবাইল ফোন, যাহার IMEI NO-1:869602036457490, 2:869602036457482. পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে উক্ত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনা থানাধীন মন্ডলপাড়াস্থ আসামীর ভাড়া বাসার দোচালা টিনের পূর্ব দুয়ারী ঘরের চৌকির বিছানার নিচ থেকে আসামীর নিজ হাতে বের করে দেওয়া মতে বিভিন্ন ব্রান্ডের আরও ০৬ (ছয়)টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে জব্দ তালিকা মোতাবেক জব্দ করা হয়। যাহা ৩। একটি VIVO  স্মাট মোবাইল ফোন, যাহার IMEI NO-1:862365043397516, 2:862365043397508, ৪। একটি  VIVO  স্মাট মোবাইল ফোন, যাহার IMEI NO-1:868241056046957/01, 2:868241056046940/01, ৫। একটি Itel স্মাট মোবাইল ফোন,  যাহার IMEI NO-1:354101115172023, 2:354101115172031, ৬। একটি Itel স্মাট মোবাইল ফোন,  যাহার IMEI NO-1:354101118986841, 2:354101118986858, ৭। একটি Samphony Z30 স্মাট মোবাইল ফোন,  ৮। একটি Oppo স্মাট মোবাইল ফোন, যাহার IMEI NO-1:861191030200930, 2:861191030200922. মোবাইল ফোন চুরির বিষয়ে উক্ত আসামীর বিরুদ্ধে আতাইকুলা থানার মামলা নং-০৯, তাং-২৬/০৮/২০২১ খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড ১৮৬০, রুজু করা হয়েছে।