১৬ই জুন, ২০২৫ 🔻 ২রা আষাঢ়, ১৪৩২🔻 ১৯শে জিলহজ, ১৪৪৬

আতাইকুলায় ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মানব বন্ধন

শেয়ার করুন:

আলিউল ইসলাম(অলি): গতকাল শনিবার দুপুরের দিকে পাবনা-নগরবাড়ী মহাসড়কে আতাইকুলা বাজারে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় বেগম আইভী রহমান সহ ২৪জন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে জেলা স্বেচ্ছা-সেবকলীগের উদ্যোগে ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল ওহাব এর সভাপতিত্বে মানব বন্ধান অনুষ্ঠিত হয়। মানব বন্ধন অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা জেলা স্বেচ্ছা-সেবকলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির পাভেল, জেলা স্বেচ্ছা-সেবকলীগের অন্যতম নেতা মোঃ মানিকুজ্জামান মানিক, আর-আতাইকুলা ইউনিয়ন আ’লীগ নেতা মোক্তার হোসেন খাঁন, মোজাহার আলী, যুবলীগ নেতা সবুজ, সাঁথিয়া উপজেলা শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মানিকুজ্জামান মানিক প্রমুখ। অনুষ্ঠান শেষে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বেচ্ছা-সেবকলীগ নেতা মোঃ রবিউল ইসলাম বাবু। ####