২২শে জুন, ২০২৫ 🔻 ৮ই আষাঢ়, ১৪৩২🔻 ২৫শে জিলহজ, ১৪৪৬

আতাইকুলায় ৮ জুয়ারু আটক

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলা থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ জুয়ারুকে আটক করেছে। বৃহম্পতিবার তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
থানা সুত্র জানায় গত বুধবার রাতে গোপন সংবাদে অভিযান চালিয়ে থানার কুচিয়ামোড়া এলাকা থেকে জুয়া খেলার সময় তাদের আটক করে। আটককৃতরা হলো থানার আতাইকুলা ইউনিয়নের দক্ষিন কুচিয়ামোড়া গ্রামের সোরহাবের ছেলে মামুন, মহিরের ছেলে রহিম, লতিফের ছেলে রহিম, ওমরের ছেলে ছামাদ, তাহেরের ছেলে রবিউল, বাবু মোল্লার ছেলে রনি মোল্লা, হাচেনের ছেলে আজিজল, ও দুলালের ছেলে তারেক।
আতাইকুলা থানার ওসি জালাল উদ্দিন জানান, এলাকায় জুয়া খেলায় তাদের আটক করা হয়েছে। নিয়মিত মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।