সাঁথিয়া প্রতিনিধিঃ সাঁথিয়ার স্বনামধন্য আতাইকুলা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন কারা হয়েছে। ১৫ আগস্ট সকাল ৯টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আঃ ছালাম মৃধার সভাপতিত্বে শোক দিবস পলন করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগষ্টে ধানমন্ডীর ৩২ নং বাড়ীতে ঘটে যাওয়া ঘটনা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা এবং বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বিশাদ আলোচনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মওলানা হাফিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা নান্নু, সিনিয়র শিক্ষক হাসিনা খাতুন, আঃ রশিদ, জাহিদুল ইসলাম প্রমুখ। শিক্ষক খ.ম আক্তারুজ্জামানের কোরআন তেলোয়াত ও শহীদদের রুহের মাগফেরাতে দোয়া করা হয়। এসময় শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
Post Views: 34