আবু হানফিঃ পাবনা জেলার আমিনপুর থানার,আহম্মদপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামে গত ৬ মাস ধরে দফায় দফায় গরু চুরির ঘটনা ঘটছে। এতে দিশেহারা হয়ে পড়ছে গরু পালনকারীরা। জানাযায়,গতকাল ২৬ নভেম্বর (বুধবার) দিবাগত গভীর রাতে ঘুমের মাঝে বাহিরে শব্দ পেয়ে ঘুম থকেে উঠেন মোবারকপুর গ্রামের মৃত ফয়েজের ছেলে আয়েজা বিশ্বাস (৬০)। গরুর ঘরে গিয়ে দেখেন ঘড়ের দরজার তালা কেটে তার অষ্ট্রলিয়ান গাভীটি নাই। অনেক খুজাখুজির পর গরু না পেয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। খোজনিয়ে জানাগেল ৫ (মাস) পূবে© একই গ্রামের আব্দুল মজিদ প্রাং, পিতা চেনোর উদ্দীন প্রাং এর ২ টি গাভী ও ১টি এড়েবাছুর গোয়াল ঘরের তালা কেটে নিয়ে যায়, যার বাজার মূল্য হবে প্রায় ২ লোক্ষ ৫০ হাজার টাকা। এলাকাবাসী জানায় এই এলাকায় প্রতিনিয়তই চুরি ছিনতায়ের ঘটনা ঘটছে, দারীয়াপুর থেকে চরগোবিনদপুর বাজাার
পর্যন্ত আত্রাই নদীর ক্যানালের বাঁধ দিয়ে রাত ১২ ঘটিকার পর থকে ভিন্ন-ভিন্ন ভাবে মাদক সেবনকারী ও বিক্রয় কারদের জমজমাট অবস্থান চলে। এরা ও একশ্রেনীর কসাইরা গরুচুরীর সহযোগী বলে অনেকের ধারণা।এলাকাবাসীর দাবী গরু চুরি সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন আইন শৃংখলা বাহিনী।