১৬ই জুন, ২০২৫ 🔻 ২রা আষাঢ়, ১৪৩২🔻 ১৯শে জিলহজ, ১৪৪৬

আমিনপুরে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অনুষ্ঠিত

শেয়ার করুন:

ইছামতিনিউজটুয়েন্টিফোর.কম রিপোর্টঃ পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে পবিত্র আশুরা উপলক্ষে শুক্রবার সকালে তাজিয়া মিছিল বের করা হয়। এলাকার কাদরীয়া সম্প্রদায়ের অনুসারিরা আশুরা উপলক্ষে শোক পালন হিসেবে এ মিছিলের আয়োজন করেন। সকাল ৮ টায় চরগোবিন্দপুর ডোলভিটার ইমাম হোসাইন মসজিদ থেকে মিছিলটি বের হয়ে দুলাই কারিকর পাড়া মসজিদ হয়ে উক্ত মসজিদে গিয়ে শেষ হয়। মিছিল শেষে কাদরীয়া সম্প্রদায়ের অনুসারীরে শরীরে ও বুকে আঘাত করে শোকে মাতম প্রকাশ করে। পরে মসজিদ প্রাঙ্গনে এক মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়।