১৬ই জুন, ২০২৫ 🔻 ২রা আষাঢ়, ১৪৩২🔻 ১৯শে জিলহজ, ১৪৪৬

আমিনপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শেয়ার করুন:

আবু হানিফ খানঃআমিনপুর থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযান এর অংশ হিসেবে টহলরত অবস্থায়  একজন দুধর্শ দাগী মাদক সেবন / ব্যবসায়ী কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। জানাগেছে ৫ আগষ্ট বৃহস্পতিবার রাত ১১টার সময় আমিনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রওশন আলম মহাদয়ের নির্দেশনা অনুযায়ী একদল টহলরত পুলিশ মাদক কারবারি দের পাকরাও করার জন্য  অভিযান চালায়। 

আমিনপুর থানার এস আই ব্রজেশ্বর বর্মন   জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে আসামীকে  কাশিনাথপুর সংলগ্ন কাজিরহাট রোড থেকে  ৩৪ (চৌত্রিশ)  পিচ ইয়াবা সহ আসামীকে গ্রেপ্তার করে থানায় সোপর্দকরা হয়।

গ্রেপ্তার কৃত মাদক ব্যবসায়ীর নামঃ মোঃ রাসেল শেখ (৩৫), পিতা- মোঃ মানিক শেখ, সাং- নয়াবাড়িমধ্যপাড়া, ডাকঘরঃ রাজনারায়ণপুর, উপজেলাঃ বেড়া, থানাঃ আমিনপুর, জেলা- পাবনা। 

আমিনপুর থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন  আসামী রাসেল এর বিরুদ্ধে আমিনপুর থানায় মামলা করা হয়েছে, মামলা নং- ০৮,তারিখ- ০৫/০৮/২০২১ খ্রিঃ, মামলার ধারা- ৩৬ এর   ( ১) এর সারনি ১০ এর  (ক) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হইয়াছে।

এ বিষয়ে আমিনপুর থানার অফিসার ইনচার্জ  এর নিকট জানতে চাইলে তিনি বলেন,  আসামী কে গ্রেপ্তার করে থানায় মামলা করার  পর ০৬ আগষ্ট  মাদক ব্বিযবসায়ী রাসেল কে পাবনা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।